বেঙ্গালুরু, ১৯ এপ্রিল – কংগ্রেসকে ভোট দিলেই জলের সমস্যার সমাধান হবে। ভোটারদের কাছে গিয়ে এমনটাই বলেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। পদ্মশিবিরের দাবি, বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় গিয়ে শিবকুমার ভোটারদের বলেছেন, কংগ্রেসকে ভোট দিলে তবেই পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে। প্রথম দফার নির্বাচন চলাকালীনই কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।