ওড়িশা:- বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে বড় সিদ্ধান্ত নিল ওড়িশা হাইকোর্ট। সূত্রের খবর, আদালতের তরফে বলা হয়েছে বাবা-মায়ের সম্পত্তিতে ছেলের মতোই সমান অধিকার রয়েছে মেয়েরও। তিন ভাই-বোনের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে এই রায় দিয়েছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইনের আগে বাবা মারা গেলেও মেয়েরা ছেলের মতো বাবা-মায়ের সম্পত্তির সমান অধিকারী। বিচারপতি বিদ্যুৎ সারঙ্গি এবং বিচারপতি মুরারি শ্রীরমনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিনীতা শর্মা ও রাকেশ শর্মা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের কথা উল্লেখ করে ওড়িশা হাইকোর্ট বলেছে, মিতক্ষরা আইনে যৌথ পরিবারে কন্যাকে পুত্রের সমান বলে বিবেচনা করা হয়। ওড়িশা হাইকোর্ট জানায় পৈতৃক সম্পত্তিতে পুত্রের মতোই সমান অধিকার কন্যারও রয়েছে। সূত্রের খবর, আদালত বলেছে, মিতক্ষরা আইনে যৌথ সম্পত্তিতে জন্মসূত্রে পুত্রদের অধিকার দেওয়া রয়েছে। এই আইন সংশোধন করা হয় ২০০৫ সালে। এবং তাতে মেয়েদেরও অন্তর্ভুক্ত করা হয়। আদালতে আবেদনকারীর বাবা ২০০৫-এর ১৯ মার্চ মারা গিয়েছিলেন। আর হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন কার্যকর হয় ২০০৫-এর ৯ সেপ্টেম্বর। বাবার মৃত্যুর পরেই তিন ভাই ওড়িশা ভূমি সংস্কার আইনে সম্পত্তি তাদের নামে করেছিলেন। আবেদনকারী এবং তাঁর তিন বোন সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ক্লেম কমিশনে যান। বাবার পৈতৃক সম্পত্তিতে সমান অংশীদারিত্বের দাবি করেন তাঁরা। কিন্তু ভাইরা ক্লেম কমিশনে চ্যালেঞ্জ করেন এবং কমিশন আবেদনকারীর বিরুদ্ধে আদেশ দেয়।এরপর বিষয়টি ওড়িশা হাইকোর্টে যায়। হাইকোর্ট আবেদনকারীর পক্ষে রায় দেয়। আদালতের তরফে বলা হয়, মিতক্ষরা আইন যৌথ পারিবারিক সম্পত্তিতে পুত্রের অধিকারের কথা বলা হয়েছে। যৌথ পারিবারিক সম্পত্তিতে কন্যার অধিকার নেই। হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইনের ২০০৫-এর উল্লেখ করে এব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।