দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

(Photo by SAJJAD HUSSAIN / AFP)

গত ২৪ ঘণ্টায় নতুন করে অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে, আক্রান্তের সংখ্যা বাড়লেও দু’টি জায়গায় স্বস্তিতে রয়েছে দেশ। প্রথমত, অ্যাকটিভ কেস। এদিন যা আরও কমেছে। দ্বিতীয়ত, টিকাকরণের গতি। উৎসবের মরশুমে টিকাকরণের গতি অনেকটা কমে গিয়েছিল। তা আবার স্বাভাবিক হচ্ছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা গতকালের থেকে অনেকটাই বেশি। ছটপুজোর মধ্যে এভাবে করোনা গ্রাফে বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। একদিনে দেশে মৃতের সংখ্যা অবশ্য সামান্য কমেছে।

রিপোর্ট অনুযায়ী, মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৪০ জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৬২ হাজার ১৮৯ জন। সংক্রমণ বৃদ্ধি পেলেও প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর নিম্নমুখী গ্রাফই আশার আলো দেখাচ্ছে।


স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন, যা গত ২৬৬ দিনে সর্বনিম্ন। দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার (৯৮.২৫ শতাংশ)। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৮৭৮ জন।