ভারত:- বুধবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে টিম ইন্ডিয়া। নতুন ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের জার্সি নিয়ে তীব্র বিতর্ক। নতুন স্পনসর ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিসিসিআই। এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সিতে থাকবে নতুন স্পনসরের নাম। মঙ্গলবার স্পনসরের লোগো সহ নতুন জার্সি প্রকাশ্যে আসে। কিন্তু স্পনসরের নামের জন্য ভারতীয় দলের ক্রিকেটারদের জার্সি থেকে দেশের নামই উধাও হয়ে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা যে ছবি পোস্ট করেছেন তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের নতুন জার্সি নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সবচেয়ে বেশি ফোকাস থাকবে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের দিকে। রাহানে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন, ৮ ইনিংসে ৫১৪ রান করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। বার্ষিক চুক্তি থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ক্রিকেটে খেলে, রান করে আবার দলে জায়গা ফিরে পেয়ে সহ-অধিনায়কও হয়েছেন। এই সিরিজে বেশ কিছু নতুন ক্রিকেটারকে টেস্ট দলে সুযোগ দোওয়া হবে। অভিষেকের তালিকায় নাম সবার প্রথমে আসছে তিনি হলেন বাঁ হাতি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বীকে। এছাড়া ক্যারিবিয়ান সফরে টেস্ট অভিষেক হতে পারে বাঁ হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষানের।ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বুধবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট ডমিনিকাতে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। সেই ম্যাচ হবে পোর্ট অফ স্পেনে। অনেক বছর আগে শেষবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ।