• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

প্রতিবন্ধী সন্তানের ভারের দায়ে নর্দমায় চুবিয়ে মারল মা 

কথায় আছে 'কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়'। কিন্তু এ প্রবাদের মানেটাই পাল্টে যায় তেলেঙ্গানার এই মায়ের কাণ্ডে। মেয়ে শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী।

কথায় আছে ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়’। কিন্তু এ প্রবাদের মানেটাই পাল্টে যায় তেলেঙ্গানার এই মায়ের কাণ্ডে। মেয়ে শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী।

তাই তার দায়িত্ত্ব নিতে নারাজ মা নর্দমায় চুবিয়ে মেরে ফেলল তাকে । তেলেঙ্গনার এই ঘটনায় অবাক পুলিশও।

ওই মহিলা প্রথমে পুলিশের কাছে বলে যে কিছু ছিনতাইকারী তার গলার হার ছিনতাই করতে চেষ্টা করে। তখনই তাঁর এক বছরের মেয়ে পড়ে যায় নর্দমায়। তাতেই মৃত্যু হয়েছে শিশুটির।

সেই মতোই এগোতে থাকে তদন্ত। তদন্ত করতে করতে পুলিশ বুঝতে পারে যে ওই মহিলা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। সে নিজেই মেরে ফেলেছে তার মেয়েকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার দুটি সন্তান রয়েছে। মৃত সন্তানটি তার দ্বিতীয় সন্তান। সে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। তাই তার ভার আর বইতে চায়নি মা।

জিজ্ঞাসাবাদ চলাকালীন ওই অভিযুক্ত নিজেই পুলিশের কাছে জানিয়েছে সব। সমস্ত ঘটনা জানার পরে ওই মহিলাকে আটক করেছে পুলিশ।