• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

ওড়িশায় নিজের বিয়েতেই এলেন না বিধায়ক , থানায় গেলেন হবু বউ

এক মাসের মাথায় শুক্রবারই যে বিয়ের তারিখ ছিল তা তিনি জানতেন না। তিনি জানতেন বিয়ে হবে পরের মাসে। কেউ নাকি তাঁকে জানাননি বিয়ের সঠিক তারিখ। 

১৯ জুন বিয়ে করবেন কথা দিয়েছিলেন , রেজিস্ট্রি অফিসেও সব বন্দোবস্ত করা ছিল। কিন্তু বিয়ের দিন যথাসময়ে তিনি আর এলেন না। ওড়িশার এক বিজেডি বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মহিলা। দায়ের করেছেন মামলা।

ওড়িশার বিজু জনতা দলের বিধায়ক বিজয় শংকর দাস। তাঁর বিরুদ্ধে ই অভিযোগ , তিনি নাকি নিজের বিয়েতেই গিয়ে পৌঁছননি।

মামলাকারী মহিলা থানায় জানিয়েছেন শুক্রবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ে করবেন কথা দিয়েও ঐ দিন যথাসময়ে ম্যারেজ রেজিস্টারের অফিসে যাননি বিজয় শংকর দাস।

ওই বিজেডি বিধায়কের বিরুদ্ধে ওড়িশার জগসিংপুর সর্দার থানায় প্রতারণা, নারীর সম্মানহানি, ক্রিমিনাল কনস্পিরেসিসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত বিধায়ক বলেছেন , তাঁর যে শুক্রবার ম্যারেজ রেজিস্টারের অফিসে যাওয়ার কথা ছিল, তা তিনি জানতেনই না , গত ১৭ মে ওই অফিসে বিয়ের জন্য নাম নথিভুক্ত করেন তাঁরা।

এক মাসের মাথায় শুক্রবারই যে বিয়ের তারিখ ছিল তা তিনি জানতেন না। তিনি জানতেন বিয়ে হবে পরের মাসে। কেউ নাকি তাঁকে জানাননি বিয়ের সঠিক তারিখ।