কৃষকদের তো তখন জঙ্গি বলেছিলেন: প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধি)

বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রিয়াঙ্কা বঢরা। শুক্রবার তিনি বলেন, ‘কৃষকবিরোধী ওই আইনের বিরুদ্ধে যাঁরা আন্দোলনে নেমেছিলেন তাদের আপনারা (বিজেপি) গুন্ডা, জঙ্গি এবং দেশদ্রোহীর তকমা দিয়েছিলেন। ছ’শো সাতশো কৃষক শহিদ হওয়ার পরে এখন পরিস্থিতি প্রতিকূল বুঝে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করছেন। কৃষকদের কাছে ক্ষমা চাইছেন।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, বিজেপি-র তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্যরা গত এক বছরে একাধিক বার আন্দোলনকারী কৃষকদের ‘খালিস্তানপন্থী জঙ্গি’, ‘মাওবাদী’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

মোদি সরাসরি এমন অভিযোগ না তুললেও কৃষক আন্দোলনের নেপথ্যে ‘গভীর ষড়যন্ত্রের’ কথা বলেছিলেন। শুক্রবার সেই প্রসঙ্গই এসেছে প্রিয়াঙ্কার বক্তব্যে। গুরু নানকের জন্ম দিবসের পাশাপাশি শুক্রবার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিন।


সেই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, “আমার আনন্দ লাগছে, শেষ পর্যন্ত সরকার বুঝতে পেরেছে, এ দেশে কৃষকদের চেয়ে বড় কোনও শক্তি নেই।”

তবে সেই সঙ্গেই তাঁর অভিযোগ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই কৃষি আইন নিয়ে কেন্দ্রের এই অবস্থান বদল। তার দাবি, ওই রাজ্যগুলিতে জনমত সমীক্ষায় প্রতিকূল পরিস্থিতি বুঝেই এখন কৃষি আইন নিয়ে ক্ষমাপ্রার্থনা করছেন মোদি।