বস্তারে ২ রাজনৈতিক নেতাকে খুন করলো মাওবাদীরা

প্রতীকী ছবি (Photo: IANS)

দুটি ভিন্ন ঘটনায় সন্দেভাজন মাওবাদীদের হাতে স্তারের দুই স্থানীয় রাজনৈতিক নেতার মৃত্যু ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে দক্ষিণ বস্তারের বীজাপুরে। নিহতদের একজন বিজেপি’র স্থানীয় নেতা। অন্যজন জনতা কংগ্রেস ছত্তিশগড়ের নেতা। এই দুই নেতা’কেই নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের ধরন দেখে বস্তার পুলিশের ধারনা এটি মাওবাদীদেরই কাজ । বস্তার পুলিশ সুত্রের খবর , বৃহস্পতিবার ১২ জন সশস্ত্র মাওবাদী চড়াও হয়েছিল ধর্মেন্দ্রর বাড়ি। বছর ৪২- এর ধর্মেন্দ্র বারদেলা গ্রামের প্রাক্তন সরপঞ্চ। এলাকায় জনপ্রিয় বিজেপি নেতাও। জায়গাটি বীজপুরের জঙ্গেলা থানার অন্তর্গত। অতর্কিতে হামলা চালিয়েছে স্থানীয় এই বিজেপি নেতাকে বাড়ি থেকে হিড়হিড় করে টেনে আনে সশস্ত্র মাওবাদীর এই দলটি। বাড়ির লােকজন ক্ষমাভিক্ষা চাইলেও মাওবাদীরা কোনও আর্জি শােনেনি। ধারালাে অস্ত্রের সাহায্যে নৃশংসভাবে কোপানাে হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মাওবাদীদের দাবি, পুলিশের হয়ে চরবৃত্তি করতাে ধর্মেন্দ্র । অপর ঘটনাটি ঘটেছে জঙ্গেলা থানা এলাকারই গঙ্গেলা গ্রামে। জেসিসি নেতা গােপাল কাদিয়ামকেও একই কায়দায় খুন করা হয়। কাকভােরে গােপালের বাড়িতে হানা দিয়েছিল মাওবাদীদের ওই দলটি । তাঁকে ঘুম থেকে তুলে এনে কুড়ুল ও অন্যান্য ধারালাে অস্ত্রের সাহায্যে কোপানাে হয়। অসহায়ভাবে দেখা ছাড়া পরিবারের সদস্যদের আর কিছু করার ছিল না। এ ক্ষেত্রেও মাওবাদীরা তাকে পুলিশের চর হিসাবে দাগিয়ে দেয়।