সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়লেন বিচারপতি অমরনাথ গৌড়। গত ৭ বছরে ৯১ হাজার ১৫৭টি মামলার সমাধান করে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস-এর তালিকায় যুক্ত হলেন তিনি।এই কৃতিত্বকে স্বীকৃতি দিতে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা শনিবার হায়দরাবাদের রাজভবনে বিচারপতি গৌড়ের হাতে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডস-এর ইন্ডিয়া কো-অর্ডিনেটর বিঙ্গি নরেন্দ্র গৌড় এবং লায়ন বিজয়লক্ষ্মী।
ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অমরনাথ গৌড় এক অসামনান্য কৃতিত্বের অধিকারী হলেন। দেশের প্রায় প্রতিটি আদালতে যেখানে মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর চলে যায় , সেখানে সবথেকে বেশি মামলার নিষ্পত্তি করেছেন এই বিচারপতি। গড়ে হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় প্রতিদিন গড়ে ১০৯টি মামলার সমাধার করেছেন বিচারপতি অমরনাথ গৌড়। ২০১৭ সালে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ হাইকোর্টে বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন থেকেই প্রতিদিন গড়ে শতাধিক মামলার সমাধান করেছেন। ফলে তাঁর প্রতি মানুষের আস্থা এবং খ্যাতি হু হু করে বাড়তে থাকে। ২০২১ এর অক্টোবরে তিনি ত্রিপুরা হাইকোর্টে যোগ দেন। সেখানেও সমান একাগ্রতা এবং গুরুত্ব সহকারে কাজ চালিয়েছেন। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩-এর এপ্রিল পর্যন্ত ত্রিপুরার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তিনি ত্রিপুরার ৬০ শতাংশ মামলার নিষ্পত্তি করেছেন। তেলেঙ্গানায় সমাধান করেছেন ৪০ শতাংশ মামলা।
ওয়ান্ডার বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ বিচারপতি গৌড়ের কর্মক্ষমতার তারিফ করেন এবং দ্রুত মামলার নিষ্পত্তির জন্য তাঁর হাতে শংসাপত্র তুলে দেন। মানুষে যেখানে আদালতের দ্বারস্থ হওয়ার পর দীর্ঘসূত্রিতার কারণে নানারকম সমস্যার সম্মুখীন হয়, তা লাঘব করতে এক নতুন দিশা দেখিয়েছেন বিচারপতি গৌড়। মানুষের আস্থা অর্জন করেছেন, বিচারব্যবস্থার উপর ভরসা ফিরেছে সাধারণ জনতার। একক প্রচেষ্টায় তাঁর এই উদ্যোগ এক অসামান্য কৃতিত্ব এবং গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে