অন্ত:সত্তা। তাই মিলবে না ব্যাঙ্কের চাকরী। ইন্ডিয়ান ব্যাঙ্কের এমন নির্দেশের তীব্র প্রতিবাদ জানাল দিল্লী মহিলা কমিশন।
গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইযের হস্তক্ষেপ চেয়েছেন স্বাতী মালিওয়াল।
ইন্ডিয়ান ব্যাঙ্কের এই নির্দেশিকাতে বলা হয়েছে, ৩ বা ৪ মাসের অন্ত: সত্তা মহিলারা ‘সাময়িক আনফিট’, সেই কারণে তাদের নিয়োগ করা যাবে না, এমনকী ব্যাঙ্কে কাজ করার জন্যে প্রয়োজনীয় পরীক্ষাতে পাশ করলেও তাঁদের নিয়োগ করা হবে না। গোটা বিষয়টি আদপে লিঙ্গ বৈষম্য।
দিল্লী মহিলা কমিশনের মতে অন্ত:সত্তা মহিলাদের চাকরী ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়ার আইন আছে, এই ধরণের নির্দেশিকা তাঁর পরিপন্থী বলে মত তাদের। ইতিমধ্যেই এই নির্দেশিকা নিয়ে আধিকারিক দের কাছে কারণ তলব করা হয়েছে।
স্বাতী মালিওয়ালের বক্তব্য, “দেশের একটি ব্যাঙ্ক কি করে এই ধরনের নির্দেশিকা জারি করে? গোটা দেশে এই ধরনের বিদ্বেষমূলক নির্দেশিকা জারি থেকে বিরত থাকতে হবে। একজন অন্ত:সত্তা মহিলাকে আনফিট চূড়ান্ত অপমানজনক।”