হােটেল ঘেরাও করে প্রতিবাদ দেখালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের (দোয়াবা) সদস্যরা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় হােটেলে আয়ােজিত অনুষ্ঠানে বিজেপি নেতারা উপস্থিত ছিলেন।
ভারতীয় কিষাণ ইউনিয়নের (দোয়াবা) সহ সভাপতি কপাল সিং মুসাপুরের নেতত্বে একদল স্থানীয় কৃষক হােটেলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপি নেতা কর্মীদেরকে তারা ঘেরাও করেন। বিজেপি’র মহিলা শাখার সভাপতি ভারতী শর্মাকে হােটেলে ঢুকতে দেওয়া হয়নি।
এছাড়াও ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি রাকেশ দুগাল, ব্লক সভাপতি পরমজিৎ সিং পাম্মা চাচোকি , প্রাক্তন মেয়র অরুণ খােসলাকেও হােটেলে ঢুকতে দেওয়া হয়নি।
কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরােধিতায় একমাস ধরে আন্দোলন করছে। তারা দাবি করেন, হােটেলটির মালিক একজন বিজেপি নেতা। হােটেল ব্যবসার পাশাপাশি তিনি পশুখাদ্য সরবরাহের একটি কোম্পানি চালান।
আমরা এই কােম্পানির জিনিষ বয়কট করব। কৃপাল সিং মুসাপুর অভিযােগ করেন, বিজেপি নেতারা কৃষকদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে। তিনি মােদি প্রশাসনের ও কেন্দীয়া মন্ত্রী সােম প্রকাশের বিরুদ্ধে স্লোগান তোলেন।