ফের সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে স্বাভাবিক শুনানি প্রক্রিয়া। অর্থাৎ সুপ্রিম কোর্টের অন্দরে আইনজীবী ও বিচারপতিরা সশরীরে উপস্থিত হবেন শুনানির জন্য। করোনার জন্য যা দীর্ঘদিন ভার্চুাল মোড়ে সম্পন্ন হচ্ছিল।
গত সোমবার সুপ্রিম কোর্টের তরফে এমনই নির্দেশ দেওয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে।
সুপ্রিম কোর্টের মহাসচিব কর্তৃক জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বিচারক কমিটির সঙ্গে পরামর্শ করার পরই এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি। তবে এখন সপ্তাহে দু’দিন এইভাবে শুনানি হবে। ধীরে ধীরে সেই সংখ্যাও বাড়বে।
দিল্লির করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর করোনা গ্রাফ নিম্নগামী। কমেছে করোনা আক্রান্তের সংখ্যাও।
গত ৪ ফেব্রুয়ারি দিল্লি সরকারের তরফে একাধিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজও।
অফিসেও ১০০ শতাংশ কর্মী নিয়ে ছাড়ের সুযোগ দিয়েছে। খুলে দেওয়া হয়েছে জিম, পার্কও। দিল্লির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টও পুরনো ছন্দে ফিরছে।