কলকাতা:- ভোটপর্ব মিটতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই জেলায় জেলায় ছুটে বেড়িয়েছেন রাজ্যপাল। নিজের চোখে প্রত্যক্ষ করেছেন ভোট সন্ত্রাসের করুণ কাহিনি। রাজনৈতিক হিংসার জন্য যারা মারা গেছেন সেই সব নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন রাজ্যপাল। সেইসবই তিনি অমিত শাহের কাছে তুলে ধরতে পারেন। শনিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন ১৬ জন। তার আগে আরও ১৯ জনের প্রাণ গিয়েছে এই ভোটকে কেন্দ্র করে। যদিও রাজ্য নির্বাচন কমিশন ভোটের বলি হিসেবে উল্লেখ করেছে মাত্র ১০ জনকে। এই বৈপরীত্য প্রত্যক্ষ করছেন রাজ্যপাল। এদিন দিল্লি রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। রবিবার বিকেলে দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল। সন্ধ্যা ৬টা নাগাদ তিনি রাজভবন থেকে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করেন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাংলার রাজ্যপালের বৈঠক হওয়ার কথা। সেখানে রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিতে পেশ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। রাজ্যপাল এই বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকাও তুলে ধরতে পারেন। রাজ্য নির্বাচন কমিশনার যে আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করেননি এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সেই বার্তাও দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।