• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

২৫ কোটি ভারতীয়কে জুলাইয়ের মধ্যে করােনার টিকা দেওয়াই লক্ষ্য, জানাল কেন্দ্র

আগামী জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি নাগরিকের কাছে কোভিড ১৯-এর প্রতিষেধক পৌছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

প্রতিকি ছবি (File Photo: iStock)

আগামী জুলাই মাসের মধ্যে দেশের ২৫ কোটি নাগরিকের কাছে কোভিড ১৯-এর প্রতিষেধক পৌছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। রবিবার দেশবাসীকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

নিরপেক্ষ ভাবে যাতে ওই প্রতিষেধকের বণ্টন হয় সরকার তা সুনিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি। রবিবার সােশ্যাল মিডিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথােপকথন চালান হর্ষবর্ধন।

সেখানে তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে ১৩০ কোটির মধ্যে ২৫ কোটি দেশবাসীর কাছে করােনার প্রতিষেধক পৌছে দেওয়াই সরকারের লক্ষ্য, তার জন্য ৪০-৫০ কোটি ডােজ হাতে পাচ্ছি। সকলের মধ্যে সমানভাবে সেগুলি বন্টন করা হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রয়ােজনীয়তা বুঝে কাদের উপর আগে প্রতিষেধক প্রয়ােগ করা উচিত তা অক্টোবর মাসের মধ্যে জানাতে হবে। তবে সামনে থেকে যারা করােনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন যাঁরা অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।