সামনে চতুর্থ ঢেউয়ের ভ্রুকুটি, তবু টিকা সংগ্রহ বন্ধ করল কেন্দ্ৰ

দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। যদিও আই সি এম আর-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সংখ্যা দেখে উদ্বেগের কারণ নেই।

অন্যদিকে স্বস্তি দিচ্ছে গত ২৪ ঘণ্টার করোনা পরিসংখ্যান। যা আপাতত নিয়ন্ত্রণেই। এমত অবস্থায় কিছুদিনের জন্য নতুন করে কোভিড টিকা সংগ্রহ করবে না বলে সিন্ধান্ত নিল কেন্দ্র।

যেহেতু সরকারের ভাঁড়ার পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।


ওই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শীর্ষ স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে প্রায় ২০ কোটি ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে কেন্দ্রের ভাঁড়ারে। যা এখন ব্যবহার করা হয়নি।

এই কারণেই আপতত নতুন করে টিকা সংগ্রহ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

২০২১ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে নাগরিকদের করোনার প্রতিষেধক দেওয়ার কর্মসূচি শুরু করে কেন্দ্র।

এই কাজে ওই সময় থেকেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকা পাঠানো শুরু হয়। কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং করবেভ্যাক্স টিকা দেওয়া হয় দেশে।

এর জন্য গোটা দেশে এখনও পর্যন্ত ১৯৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৫৬৫ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর পরেও বর্তমানে মজুত রয়েছে ১৯.১ কোটি ডোজ টিকা। সেই কারণেই সাময়িকভাবে টিকা সংগ্রহ স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।