• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

দেশে সর্বপ্রথম আক্রান্ত ব্যক্তির ফের করােনা পজিটিভ! 

দেশে সর্বপ্রথম করােনা আক্রান্ত তরুণী দেড় বছর পর ফের পজিটিভ রিপাের্ট এলাে। যদিও উপসর্গহীন।

প্রতিকি ছবি (Photo: AFP)

মারণ ভাইরাস করােনা যেন প্রতিনিয়তই দুশ্চিন্তার বেড়াজালে আটকে রেখে দিচ্ছে বিশ্ববাসীকে। এত প্রজাতির রুপ বদলাচ্ছে যে বিজ্ঞানীরাও নামকরণে হাঁফিয়ে উঠছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে আমাদের দেশে নুতন করে উদ্বগ বাড়ালাে এক ঘটনা। 

দেশে সর্বপ্রথম করােনা আক্রান্ত তরুণী দেড় বছর পর ফের পজিটিভ রিপাের্ট এলাে। যদিও উপসর্গহীন। কেরলের ত্রিশুর জেলার বাসিন্দা এই তরুণী দেড় বছর আগে চিনের উহান বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিল। চিন থেকে এদেশে ফিরে তার করোনা পজিটিভ রিপাের্ট আসে। তিন সপ্তাহ চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে উঠে। 

সম্প্রতি দিল্লিতে পড়াশােনার করতে যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা করতে হয়। তখন তার লালারসে মিলে করােনা ভাইরাসের উপস্থিতি। কেরলের ত্রিশুর জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, দেড় বছর পর ফের এই তরুণী করোনা পজিটিভ। তবে উপসর্গহীন। বাড়িতেই রয়েছে এই তরুণী। আরটিপিসিআরে করোনা পজিটিভ মেলে তার।