শাহ দরবারে চূড়ান্ত শিন্ডের মন্ত্রিসভা হবে মোদী এবং নাড্ডার সঙ্গে সাক্ষাতে

Kolkata: Union Home Minister Amit Shah addresses a press meet, in Kolkata on Nov 6, 2020. (Photo: IANS)

মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভায় কারা কারা স্থান পাবে তা এবার চূড়ান্ত। সেই তালিকা চূড়ান্ত করতে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে শুক্রবার রাতে তাঁদের বৈঠকে পরবর্তী মন্ত্রিসভার খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপির একটি সূত্রের খবর।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে শিন্ডে-ফডণবীসের বৈঠকে মন্ত্রীদের নামে সিলমোহর পড়বে।


আগামী সপ্তাহের গোড়াতেই শপথ নেবেন নয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রীরা।

প্রসঙ্গত, গত ৩০ জুন শিন্ডে এবং ফডণবীস শপথ নিলেও মহারাষ্ট্রে পরবর্তী মন্ত্রিসভা এখনও গঠিত হয়নি।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করে শিন্ডে এবং তাঁর অনুগামীরা গুয়াহাটির রিসর্টে আশ্রয় নেওয়ার পর গত ২৯ জুন দিল্লি গিয়ে শাহ এবং নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন ফডণবীস।

সেখানে ‘ফর্মুলা সিক্স’ মেনে পরবর্তী মন্ত্রিসভার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। অর্থাৎ, প্রতি ছ’জন বিধায়ক পিছু এক জন করে মন্ত্রী।