মাটিতে পোঁতা সদ্যোজাতকে জীবিত উদ্ধার করলেন কৃষক

চাষ করতে করতে আচমকা মাটির নিচে থেকে শিশুকণ্ঠের কান্নার শব্দ পেয়ে আঁতকে ওঠেন কৃষক। প্রথমে ভয় পেলেও পরে ভালো করে খুঁজে দেখলেন এক জায়গায় মাটি থেকে বেরিয়ে আছে ছোট্ট একটি হাত।

সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তেই উদ্ধার হল। আর মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সদ্যোজাত শিশুকন্যা। হৈচৈ পড়ে গেছে। গুজরাতের সবরকণ্ঠ জেলার গাম্ভোই গ্রামের এই ঘটনায়।

জানা গেছে, কেউ বা কারা জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়ে গিয়েছিল সদ্য জন্মানো মেয়েটিকে। উদ্ধার করার পরে তাকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ওই কৃষক।


সে শ্বাস নিতে পারছিল না মাটি চাপা পড়ে যাওয়ায়। হাসপাতালে পরাবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।

শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় পরিবারের বিরুদ্ধে।