• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

নবীন-শাসনের অবসান , ওড়িশায় প্রথমবার সরকার গড়ার পথে বিজেপি  

ভুবনেশ্বর, ৪ জুন –  দীর্ঘদিনের নবীন দুর্গে ঝড়। বিজেডির দুর্গে বড় ধাক্কা বিজেপির। প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি।  রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের ভোট গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী বিজেপিই এই রাজ্যে সরকার গড়তে চলেছে। একই ছবি লোকসভা আসনগুলিতেও। ওডিশার ২১টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯টি আসনে, , অন্যদিকে বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ১ টি আসনে। কংগ্রেস

ভুবনেশ্বর, ৪ জুন –  দীর্ঘদিনের নবীন দুর্গে ঝড়। বিজেডির দুর্গে বড় ধাক্কা বিজেপির। প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি।  রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের ভোট গণনার সর্বশেষ প্রবণতা অনুযায়ী বিজেপিই এই রাজ্যে সরকার গড়তে চলেছে। একই ছবি লোকসভা আসনগুলিতেও। ওডিশার ২১টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯টি আসনে, , অন্যদিকে বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ১ টি আসনে। কংগ্রেস এগিয়ে ১ টি আসনে।

ওড়িশায় ভোট প্রচারের মধ্যেই জগন্নাথদেবকে নিয়ে বিজেপি প্রার্থী সম্বিত মহাপাত্রের মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড় হয়। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির ভোটব্যাঙ্ক নিয়ে নানান কৌতুহলও  তৈরি হয়। তবে ৪ জুন সকাল থেকে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেডিকে পিছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। দুপুরের মধ্যে ছুঁয়ে ফেলে ৭৪-এর ম্যাজিক ফিগার।

 
ওড়িশা বিধানসভা নির্বাচনে ১৪৭ টি আসনে সরকার গড়তে প্রয়োজন ছিল ৭৪টি আসন। মঙ্গলবার ভোট গণনার দিন দুপুর আড়াইটেয়  কমিশনের হিসাব অনুযায়ী এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক সংখ্যা পেরিয়ে যায় বিজেপি। এই পরিসংখ্যান সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে  তযে কি   সরকার বদল হতে চলেছে ওড়িশায় ?

লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা ভোট হয়েছে ওডিশাতেও।  ফলে নির্বাচনী পারদ ছিল উচ্চগ্রামে বাঁধা।  এবার যেমন লোকসভা  নির্বাচনে নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে দ্বিগুন করতে মরিয়া ছিল বিজেপি, তেমনই ওড়িশার সংস্কৃতির ঐতিহ্যকে হাতিয়ার করে শাসনভার হাতে রাখতে চেয়েছে পদ্মশিবির।
 

লোকসভা ভোটে ওড়িশা থেকে বড় সাফল্যের দিকে এগিয়েছে  বিজেপি শিবির। এখনও পর্যন্ত ভোটগণনার যা ট্রেন্ড, তাতে নিজেদের গড়েই কার্যত নাকানি চোবানি খাচ্ছে নবীন পট্টনায়েকের দল। ওড়িশায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে। বিজেপি জিতেছে ২ টি আসনে, এগিয়ে রয়েছে ১৭ টিতে। বিজেডি এগিয়ে ১ টি আসনে,  কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

গত পাঁচ বছরে ওড়িশায় নিজেদের শক্তি অনেকটা বাড়িয়েছে বিজেপি শিবির। উনিশের লোকসভা ভোটে নবীন পট্টনায়েকের বিজেডি পেয়েছিল ১২টি আসন। পদ্মের ঝুলিতে গিয়েছিল আটটি আসন। কংগ্রেস গতবারেও জিতেছিল একটি আসন। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত যা হিসেব, তাতে লোকসভায় ওড়িশা থেকে ব্যাপক জনমত পাওয়ার দিকে এগোচ্ছে পদ্ম শিবির। যদিও ভোটগণনা পর্ব এখনও চলছে।
তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে উচ্ছ্বসিত ওড়িশার বিজেপি শিবির। এবারের লোকসভা ভোটের প্রচার পর্বে ওড়িশার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছিল বিজেপি। বিজু জনতা দলকে কোনঠাসা করতে কোনও খামতি রাখেননি পদ্ম নেতারা। এমনকী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের শারীরিক অসুস্থতা নিয়েও মন্তব্য করতে দেখা যায়  পদ্ম নেতাদের। ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তা খতিয়ে দেখা হবে।