২২-এ আগের অবস্থায় ফিরবে অর্থনীতি, দাবি নীতি অয়ােগের

নীতি অয়ােগ (Photo: AFP)

করােনার ধাক্কা সামলে দেশের অর্থনীতি’র হাল আগের অবস্থায় ফিরতে গড়িয়ে যাবে ২০২১-২২ আর্থিক বছর। রবিবার এমনটাই মনে করছেন নীতি আয়ােগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। চলতি বছরে জাতীয় গড় উৎপাদন (জিডিপি)-এ সঙ্কোচনের হার ৮ শতাংশের কম হতে পারে বলেও তাঁর মত। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব বলেন, ‘২০২১-২২ আর্থিক বছরের শেষে নিশ্চিত ভাবেই আমাদের কোভিড ১৯-এর পূর্বর্তী অবস্থায় ফেরা উচিত।’ এর সঙ্গে তিনি এও মনে করেন, চলতি আর্থিক বছরে জিডিপি সঙ্কোচনের হার ৮ শতাংশের কম হবে। 

প্রসঙ্গত, রাজীবের কথার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সাম্প্রতিক দেওয়া তথ্যের। দেশের প্রধান আর্থিক সংস্থাটি আগেই অনুমান করেছিল, চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার মাইনাস সাড়ে ৭ শতাংশে পৌঁছে যেতে পারে। যদিও গােল্ডম্যান স্যাক্স-এর মতাে আর্থিক সংস্থার মতে, চলতি বছরে ভারতের জিডিপি সঙ্কোচনের হার হতে পারে ১০.৩ শতাংশ। মুডি’র মতে বৃদ্ধির হার মাইনাস ৮.৯ শতাংশ হওয়ার সম্ভাবনা।


প্রসঙ্গক্রমে, দেশের আর্থিক বৃদ্ধিতে আরও গতি আনতে মােদি সরকার যে বেসরকারিকরণের দিকে তাকিয়ে রয়েছে সে কথাও উঠে এসেছে রাজীবের বক্তব্যে। তাঁর মতে, চলতি আর্থিক বছরে বিভিন্ন সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণের মাধ্যমে ২.১০ লক্ষ কোটি টাকা তুলতে চায় কেন্দ্রীয় সরকার। এদিন ব্যাঙ্কিং ব্যবস্থা সংস্কারের পক্ষেও সওয়াল করেছেন রাজীব।