পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। কোথাও হাহাকার হচ্ছে বেডের জন্য, কোথাও বা অক্সিজেনের অভাবে রােগীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজধানী দিল্লির এই হাল সুনামির মতাে আছড়ে পড়ছে। পরিকাঠামাের বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক আমরা কোথায় অবস্থান করছি।
এমনই এক কঠিন সময়ে রক্ষাকর্তা হয়ে দাঁড়াল সেনা। দিল্লির ক্যান্টনমেন্টে ৩৫০ বেডের সেনা হাসপাতালকে ১০০০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করার তােড়জোড় শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে এই হাসপাতাল। সারা দেশ এ খবর জানার পর কুর্নিশ করছে সেনাকে।
দিল্লির সেনা মুখপাত্র কর্ণেল আমন আনন্দ জানান,হাসপাতালের অক্সিজেন পরিকাঠামােবাড়ানাের কাজ দ্রুতগতিতে চলছে। জার্মানি থেকে ২৩ টি মােবাইল অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট আনা হচ্ছে আকাশ পথে। এই হাসপাতালের জন্য সেগুলি কাজে লাগবে। দিল্লিতে আক্রান্তের হার তিরিশ শতাংশে পৌঁছে গিয়েছে।
এর পর তা বাড়তে বাড়তে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজার পৌছে যাওয়ায় তা বেড়ে ৩৬.২৪ শতাংশে পৌঁছেছে। দিল্লির হাসপাতালগুলির সামনে উপচে পড়ছে ভিড়। রােগীর ও তাদের আত্মীয়দের লম্বা লাইন।
সামান্য চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য চোখে মুখে কাতর আকুতি। একের পর এক হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে আসছে। সব মিলিয়ে ভয়াবহ অবস্থার মুখােমুখি দেশের রাজধানী দিল্লি।