• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

৫১ জন কোটিপতি সাংসদ পেল দেশ

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছে ৫৮ জন কেন্দ্রীয় মন্ত্রী। এদের মধ্যে ৫১ জনই কোটিপতি বলে জানা গেছে।

হরসিমরত কৌর বাদল (Photo: IANS)

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছে ৫৮ জন কেন্দ্রীয় মন্ত্রী। এদের মধ্যে ৫১ জনই কোটিপতি বলে জানা গেছে। এদের মধ্যে সবথেকে ধনী কেন্দ্রীয় মন্ত্রী শিরােমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। পাঞ্জাবের ভাতিন্ডা থেকে জয়ী সাংসদের মােট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি। অ্যাসােসিয়েশন অফ ডেমােক্র্যাটিক রিফর্মসের ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য দিয়েছে।

হরসিমরতের পরই আছেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ তথা নতুন রেলমন্ত্রী পীযুষ গােয়েল। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি। তৃতীয় স্থানে রয়েছেন গুরগাঁওয়ের সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং।

মােদি মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি। এনডিএ মন্ত্রিসভার অন্যান্যদের থেকে অনেক পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর থেকে পিছিয়ে রয়েছেন মাত্র ১০ জন। এদের তালিকায় রয়েছে রাজস্থানের বিকানেরের সাংসদ অর্জুন রাম মেঘওয়াল, মধ্যপ্রদেশের মােরেনার সাংসদ নরেন্দ্র সিং তােমর, উত্তরপ্রদেশের মুজফফরনগরের সঞ্জীব কুমার বালিয়ান, অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু, উত্তরপ্রদেশের ফতেপুরের সাংসদ নিরঞ্জন জ্যোতি। আরও বেশ কয়েকজন রয়েছেন।

দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় ৫ জন এমন মন্ত্রী রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার চেয়ে কম। এদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি। সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ টাকা। অসমের সাংসদ রামেশ্বর তেলির সম্পদের পরিমাণ ৪৩ লক্ষ টাকা। কেরলের ভি মুরলিধরনের মােট সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ টাকা। রাজস্থানের কৈলাস চৌধুরির সম্পদের পরিমাণ ২৪ লক্ষ টাকা। ওড়িশার বালাসােরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গির সম্পদের পরিমাণ ১৩ লক্ষ টাকা। তাঁরই সম্পত্তির পরিমাণ সব থেকে কম।