কোভিড পরিস্থিতিতে কী ভাবে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন, উপনির্বাচন করা যায়, তা নিয়ে পাঁচ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইল নির্বাচন কমিশন। ৩০ অগস্টের মধ্যে এই বিষয়ে উত্তর দিতে হবে।
পশ্চিমবঙ্গে সাতটি বিধানসভা আসনে নির্বাচন ও উপনির্বাচন রয়েছে। সেই প্রেক্ষিতেই কমিশন পরিস্থিতি জানতে চেয়েছে, বলে মনে করা হচ্ছে। দলগুলির মতামত নেওয়ার পরেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলির কাছে। মতামত জানতে চেয়েছে। আমরা সঠিক সময়ে এই বিষয়ে কমিশনকে আমাদের মতামত জানিয়ে দেব।
রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই চিঠি দেওয়ার কারণ আসন্ন নির্বাচন এবং উপনির্বাচনগুলি। দেশের পাঁচ রাজ্যে একাধিক আসনের উপনির্বাচন বাকি রয়েছে। করােনা পরিস্থিতিতে কী ভাবে নির্বাচন করা যায়, তাই নিয়েই এই চিঠি দেওয়া হয়েছে।
পাশাপাশি, করােনা আবহে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে কী ভাবে প্রচার পরিকল্পনা করা যায় তা নিয়েও মত জানতে চেয়েছে কমিশন। আগামী ৩০ অগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলি এই নিয়ে মত দেবে। সেই ভিত্তিতেই পরবর্তীকালে নির্বাচন ও উপ নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।