৭০ ফুট বোরওয়েলের ৪০ ফুট গভীরে পড়ে গেল শিশু

ভোপাল, ১৩ এপ্রিল: মধ্যপ্রদেশে ৭০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল শিশু। বোরওয়েলে পড়ে যাওয়া ময়ূর নামের এই শিশুটির বয়স মাত্র ছয় বছর। গতকাল, শুক্রবার রেওয়া জেলায় অন্যান্য শিশুদের সঙ্গে গমক্ষেতে খেলার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা পড়ে যায় বোরওয়েলে। তাঁর খেলার সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই কুয়োর প্রায় ৪০ ফুট গভীরে পড়ে আটকে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ছুটে আসে রাজ্যের বিশেষ উদ্ধারকারী দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে ছুটে আসে। চলছে উদ্ধারকাজ। একটি পাশ দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়ে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটছে উদ্ধারকাজে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেওয়ার জেলাশাসক সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ওই বোরওয়েলে পাইপের সাহায্যে শিশুটিকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এছাড়া একটি সিসি ক্যামেরা বোরওয়েলে প্রবেশ করিয়ে শিশুটির ওপর প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। তার অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তবে সেই চেষ্টা এখনও সফল হয়নি। কারণ ক্যামেরার সামনে বেশ কিছু জিনিস পড়তেই শিশুটির ওপর নজর পড়ছে না। এদিকে উন্মুক্ত বোরওয়েলের সমস্যা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ১৯ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও উদ্ধার কাজে সফলতা আসেনি। যথেষ্ট উদ্বেগে রয়েছেন শিশুটির পরিবার, প্রশাসন ও স্থানীয় নাগরিকরা।