নয়া পেনশন নীতিতে সিলমোহর দিল কেন্দ্র সরকার। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড পেনশন স্কিম। মন্ত্রীর দাবি , কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে।