১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যের টিকার ঘােষণা সােমবার করেছিলেন প্রধানমন্ত্রী। তার এই ঘােষণার পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে মােট ৪৪ কোটি টিকার বরাত দেওয়া হল। আগস্ট মাসের মধ্যে এই টিকা চলে আসবে কেন্দ্রের হাতে।
এর মধ্যে ২৫ কোটি কোভিশিল্ড, ১৯ কোটি কোভ্যাকসিন রয়েছে। দেশের সামগ্রিক টিকাকরণের কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ হবে।
রাজ্যগুলিকে আর টিকাকরণে আলাদা করে আর উদ্যোগ নিতে হবে না। কেন্দ্রীয় সরকার টিকা কিনে রাজ্যের হাতে তুলে দেবে।