সাধারণত, বেসরকারি হাসপাতাল এবং ব্লাড ব্যাঙ্ক থেকে প্রয়োজনে রক্ত নিতে হলে প্রচুর টাকা খরচা করতে হয় সাধারণ মানুষকে। প্রতি ইউনিট রক্তের জন্য ২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্তও নেওয়া হয়। রক্তের গ্রুপ বিরল হলে রক্তের দাম অনেকটাই বেড়ে যায়। এক ইউনিট রক্তের দাম ১০ হাজার টাকাও ছাড়িয়ে গেছে এমনও হয়েছে।
কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, রক্তের জন্য কেবল অনুমোদিত ফি-ই নেওয়া যাবে। রক্ত বা রক্তের উপাদান ফি বাবদ ২৫০ থেকে ১৫৫০ টাকা পর্যন্ত নেওয়া যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। প্লাজমার প্রতি প্যাকেটে ৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে। এর পাশাপাশি রক্ত সংক্রান্ত অন্যান্য ফি-এরও উল্লেখ রয়েছে নির্দেশিকায়।