• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নির্ভয়া মামলায় আসামীদের ফাঁসি ২০ মার্চ

নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামীর ফাসির তারিখ ঘােষণা করা হল। দিল্লি আদালত ২০ মার্চ চার আসামীর ফাঁসির তারিখ ঘােষণা করেছে। 

নির্ভয়া কাণ্ডের চার অপরাধী অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা, মুকেশ সিং এবং বিনয় শর্মা। (Photo: Twitter | @7ru7h_1)

নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামীর ফাসির তারিখ ঘােষণা করা হল। বৃহস্পতিবার দিল্লি আদালত ২০ মার্চ চার আসামীর ফাঁসির তারিখ ঘােষণা করেছে। 

চতুর্থ আসামী পবন গুপ্তার ক্ষমাভিক্ষার আর্জি রাষ্ট্রপতি নাকচ করার পরদিনই চূড়ান্ত ফঁসির দিন ঘােষণা করল আদালত। ২০ মার্চ ভাের ৫ . ৩০ মিনিটে চারজনকে ফঁসিতে ঝােলানাের নির্দেশ দিয়েছে অতিরিক্ত সেসন জজ ধর্মেন্দ্র রাণা। 

কোনও আসামীর আইনি প্রক্রিয়া গ্রহণের আর কোনও সুযােগ না থাকার ফলেই আদালত চুড়ান্ত ফাঁসির দিন ঘােষণা করেছে। এর আগে তিনবার এদের ফাঁসির তারিখ পিছিয়ে দিতে হয়েছে আইনি জটিলতার কারণেই। 

আদালতে উপস্থিত নিহত নির্ভয়ার মা সাংবাদিকদের জানান, আমার মেয়ের মতাে এমন নৃশংস ঘটনার মুখােমুখি যাতে আর কাউকে হতে না হয় তার জন্যই আসামীদের ফাঁসি হওয়া জরুরি। 

এই মামলায় প্রধান অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে এবং অন্য এক আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তিন বছর জেলে কাটিয়ে ছাড়া পেয়ে যায়।