শপথ নিলেন লোকপালের ৮সদস্য

লোকপালের ৮ সদস্য

দিল্লি, ২৭ মার্চ- সদ্য নিযুক্ত ৮ লোকপাল সদস্য আজ শপথ গ্রহণ করেন। তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান লোকপাল চেয়ারপার্সন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। দেশের প্রথম লোকপাল প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। দেশের প্রথম লোকপাল হিসেবে শনিবার প্রাক্তন বিচারপতি পিনাকি ঘোষকে রাষ্ট্রপতি কোবিন্দ শপথ বাক্য পাঠ করান।২০১৪ সালের, ১ জানুয়ারি লোকপাল আইনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছিলেন। লোকপাল আইনে দেশের রাষ্ট্রপতির সম্মতির ঠিক পাঁচ বছর পর লোকপাল নিয়োগ করা হল। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষা ও সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগির উচ্চপর্যায়ের নির্বাচন কমিটি দেশের প্রথম লোকপাল হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি ঘোষকে নির্বাচন করে।

দেশের হাইকোর্ট গুলির প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি অভিলাসা কুমারি লোকপালের জুডিসিয়াল সদস্য হিসেবে ও সশস্ত্র সীমা বলের প্রথম প্রাক্তন মহিলা প্রধান অর্চনা রামাসুন্দরম, মহারাষ্ট্রের প্রাক্তন সচিব দীনেশ কুমার জৈন, প্রাক্তন আইআরএ অফিসার মহেন্দ্র সিং, প্রাক্তন আইএএস ইন্দ্রজিত প্রসাদ গৌতম লোকপালের নন-জুডিসিয়াল সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। প্রশাসনিক আধিকারিক বলেন, ‘চেয়ারপার্সন ও ৮ জন সদস্য শপথ গ্রহণ করার পরই লোকপাল কাজ চালু করতে পারবে। লোকপালে একজন চেয়ারপার্সন ও সবথেকে বেশি ৮জন সদস্য লোকপাল প্যানেলে থাকতে পারেন , তার মধ্যে চারজনকে জুডিশিয়াল সদস্য হতে হবে’। লোকপালের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং, প্রাক্তন সপা নেতা অমর সিং ও ছত্তিশগড়ের সিনিয়র মন্ত্রী টি এস সিং দেও, আইবি প্রধান রাজীব জৈন, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার কে ভি চৌধুরি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এল নরসিমা রেড্ডি হাজির ছিলেন। লোকপাল চেয়ারপার্সনের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।