একদা এনডিএ জোট শরিক শিবসেনা এখন বিজেপির কড়া সমালোচক। শিবসেনার মুখপাত্র ‘সামনা’য় সঞ্জয় রাউত লিখেছেন-‘ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে ধন্যবাদ দিন মােদি। নেহরু দেশের জন্য সম্পদ রেখে গেছেন বলেই তা বিক্রি করতে পারছে কেন্দ্র। তাই নেহরুর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তাদের।
পাশাপাশি পরাধীন ভারতে রাষ্ট্রীয় স্বয়ং সেবকদের কোনও ভূমিকা ছিল। ভারত ছাড়াে আন্দোলনে তারা নীরব ছিল। অথচ নেহরু স্বাধীনতা আন্দোলনের জন্য জেল খেটেছেন। এইবিধ নানান তথ্য উঠে এসেছে শিবসেনার মুখপাত্র সামনা’তে।
শিবসেনার এহেন বিজেপির প্রতি কড়া সমালােচনা এবং নেহরু তথা জাতীয় কংগ্রেস নেতৃত্বের অতীত গৌরবজনক অধ্যায় তুলে ধরায় রাজনৈতিক কারবারিরা আগামী লােকসভার ভােটে নুতন সমীকরণ খুঁজছেন।