শ্রীনগর , ৮ জুলাই – জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এবার কাঠুয়াতে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় একদল জঙ্গি। গত দুদিনে এই নিয়ে উপত্যকায় দ্বিতীয়বার হামলা চালালো জঙ্গিরা । এই হামলায় আহত হয়েছেন ২ জওয়ান। পালটা জবাব দেওয়া হয়েছে জঙ্গিদের। শুরু হয়েছে দুপক্ষের গুলির লড়াই। জানা গেছে, সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মাছেদি এলাকা দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনার ৯ কোর বাহিনী। ঠিক সেই সময় সেনার কনভয়ে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। প্রাথমিক ধাক্কা সামলে পালটা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সেনা। শেষ পাওয়া খবরে জানা গেছে, এখনও ওই এলাকায় গুলির লড়াই জারি রয়েছে। জঙ্গল সংলগ্ন ওই এলাকায় জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে ফেলতে আরও বাহিনী চেয়ে পাঠানো হয়েছে।