টি ২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকি

সর্বাত্মক এবং নিশ্ছিদ্র সুরক্ষা প্রদানই প্রধান লক্ষ, জানাল ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসি
দিল্লি, ৬ মে– টি ২০ বিশ্বকাপ নিয়ে উত্তাল ভারত সহ আমেরিকা তথা ক্যারিবিয়ান দেশগুলি৷ কিন্তু সেই আনন্দের যেন ছন্দপতন ঘটল৷ হঠাৎই আতঙ্কের প্রহর গোনা শুরু হল টি-২০ বিশ্বকাপ ঘিরে৷ কারণ, সোমবার বিশ্বকাপ চলাকালীন জঙ্গি হামলার হুমকিবার্তা এসে পেঁৗছাল৷ সেই হুমকিবার্তা পাওয়ার পর মাথায় হাত আমেরিকা তথা ওয়েস্ট ইন্ডিজের৷ এবারের টি ২০ বিশ্বকাপের যৌথ উদ্যোক্তা এই দুই দেশই৷ তাই তারা হুমকিটি পাওয়ার পর অতিরিক্ত সজাগ৷
জঙ্গি হুমকির কথা স্বীকার করে ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কেথ রাউলে বলেছেন, বার্তাটিকে অতিরিক্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷ সঙ্গে সঙ্গে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ হুমকির বিষয়ে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন৷ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুমকিটি আইএস খোরাসান গোষ্ঠীর কাছ থেকে এসেছে৷ পুরুষদের টি ২০ বিশ্বকাপের সহযোগী আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ উত্তর পাকিস্তান থেকে এই জঙ্গি হামলার বার্তা পেয়েছে৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সর্বত্র জঙ্গি হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে৷ এই খবর পাওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি আয়োজক দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে৷ যে শহরগুলিতে খেলা হবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থার নজর রাখার পরামর্শ দিয়েছে ক্রিকেট সংস্থা৷
আইসিসি-র এক কর্তা জানান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড সুষ্ঠু আয়োজনের ব্যাপারে আশ্বস্ত করেছে৷ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড জানিয়েছে, আমরা সকলের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর৷ ইতিমধ্যেই আমরা জঙ্গি হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছি৷ টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলকে জানাতে চাই, আমরা নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেব৷ আমাদের প্রাথমিক কাজ হবে সর্বাত্মক এবং নিশ্ছিদ্র সুরক্ষা প্রদান৷
উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ হবে ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত৷ ওয়েস্ট ইন্ডিজে খেলাগুলি হবে বার্বাডোজ, অ্যান্টিগা, বার্বুডা, গুয়ানা, সেন্ট লুচিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, ত্রিনিদাদ-টোবাগোয়৷ অন্যদিকে আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসেও ম্যাচ নির্ধারিত রয়েছে৷ দুটি সেমিফাইনাল হবে ত্রিনিদাদ এবং গুয়ানায়৷ ফাইনাল হবে বার্বাডোজে৷