উত্তরাখণ্ডে ভয়াবহ ধস, পাশে থাকার বার্তা মােদি, অমিত ও মমতার

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস। (Photo: IANS)

রবিবার সকালে উত্তরাখণ্ডে বিরাট তুষার ধসে জলের তােড়ে ভেসে গেল বহু ঘরবাড়ি। এখন পর্যন্ত দেড়শাে জন নিখোঁজ বলে জানা গেছে। উদ্ধাকার্যে নেমেছে অন্তত ৪০০ জন সেনাকর্মী। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি টুইট করে সকলের নিরাপদে থাকার প্রার্থনা করে বলেছেন পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন তিনি। 

তিনি টুইটারে লেখেন, ‘আমি নিয়মিত নজর রেখে চলেছি উত্তরাখণ্ডের দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে। ভারত উত্তরাখণ্ডের পাশে রয়েছে। গােটা দেশ প্রার্থনা করছে, যেন সকলে সেখানে নিরাপদে থাকতে পারেন। সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার কথা বলে জাতীয় বিপর্যয় মােকাবিলা বাহিনীর উদ্ধারকাজ সম্পর্কে সব আপডেট নিচ্ছি।’

ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও। তিনি টুইট করে জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। উত্তরাখণ্ডের এই দেবভূমিকে সব রকম সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। 


টুইট করেছেন রাহুল গান্ধিও। কংগ্রেস নেতা উত্তরাখণ্ডের মানুষদের তাঁর সমবেদনা জানিয়েছেন। তিনি উত্তরাখণ্ড সরকারের কাছে আরজি জানিয়েছেন, যেন দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়। পাশাপাশি কংগ্রেস নেতাদেরও ত্রাণকার্য শুরু করার জন্য অনুরােধ করেছেন তিনি। 

টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধসের কবলে মৃত্যু প্রসঙ্গে গভীর শােক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরােগ্য কামনাও করেছেন তিনি।