মহারাষ্ট্রের ইস্পাত কারখানায় ভয়া‍বহ ‍বিস্ফোরণ, আহত ২২

ভয়া‍বহ ‍বিস্ফোরণ ঘটল মহারাষ্ট্রের ইস্পাত কারখানায়। ইস্পাত কারখানার বয়লারে বিস্ফোরণের কারণে জখম হলেন ২২ জন কর্মী। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সুপার অজয় কুমার ‍বনশল জানিয়েছেন, শনি‍বার সকাল সাড়ে এগারোটা নাগাদ কারখানার চুল্লিতে আচমকাই ‍বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তী‍ব্রতায় গলে যাওয়া লোহা শ্রমিকদের গায়ের উপর ছিটকে পড়ে। ঝলসে যান শ্রমিকরা। আহতদের ছত্রপতি শম্ভুজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা শহরে। কী ভাবে বয়লারে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কারও কোনওরকম গাফিলতি ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কারখানার মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বুধবারই অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় ভয়াবহ বিস্ফোরণ হয়। রাসায়নিক লিক হয়ে সেই বিস্ফোরণ হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বুধবারের সেই বিস্ফোরণের ঘটনায় ১৭ জন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬ জন। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শ্রমিকদের পরিবার।