• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মোদি ফিরতেই চড়লো উত্তেজনা, লাদাখে আরও এক ডিভিশন সেনা ভারতের

পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতীয় সেনা মোতায়েন বেড়ে দাঁড়ালো চার ডিভিশন। মে মাসের আগে মাত্র এক ডিভিশন মোতায়েন ছিল।

প্রতিকি ছবি (Photo: IANS)

চিনের সঙ্গে সীমান্ত নিয়ে চরম উত্তেজনার মধ্যে শুক্রবার লাদাখে আরও সেনা মোতায়েন করলো ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ থেকে ফিরে আসার পরেই সেনা সংখ্যা আরও এক প্রস্থ বাড়িয়ে দিল ভারত।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের সংখ্যা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চিন। ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন করে চলেছে। লাদাখে একসঙ্গে এত সেনা অতীতে কখনও মোতয়েন করেনি ভারত।

চিনকে বার্তা পাঠাতেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সব মিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতীয় সেনা মোতায়েন বেড়ে দাঁড়ালো চার ডিভিশন। মে মাসের আগে মাত্র এক ডিভিশন মোতায়েন ছিল।

এক একটি ডিভিশনের থাকে ১৫ হাজার থেকে ২০ হাজার সেনা। অর্থাৎ চার ডিভিশন মিলিয়ে ভারতের দিক থেকে প্রায় ৮০ হাজার সেনা মোতায়েন রয়েছে পুর্ব লাদাখে। সূত্রের খবর, নতুন ডিভিশন এসেছে উত্তরপ্রদেশ থেকে। শুধু সেনা সমাবেশ নয় সেই সঙ্গে সমরাস্ত্রও বাড়াচ্ছে দিল্লি।