গির্জায় ঢুকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে মেঘালয়ে বাড়ছে চাঞ্চল্য

ফাইল চিত্র

এক ইনফ্লুয়েন্সারের বিতর্কিত কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গির্জায় গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই যুবক। ভাইরাল সেই ভিডিও ঘিরে মেঘালয় রাজ্যজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার অর্থাৎ বড়দিনের ঠিক পরের দিন। ইস্ট খাসি হিলস জেলার মাওলিনং এলাকার চার্চ অফ এপিফানিতে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন শিলংয়ের এক সমাজকর্মী। তাঁর অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত। এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করা হচ্ছে। পাশাপাশি খ্রিস্টধর্মকেও অপমান করা হয়েছে।

জানা গিয়েছে, আকাশ সাগর নামে ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ১৫ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। ঘটনার দিন তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী ছিলেন। সেখানে গির্জার অল্টারে উঠে যান আকাশ। সেখানে মাইকের সামনে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। তাঁর সঙ্গে সঙ্গে খ্রিস্টিয় সঙ্গীত বিকৃত করে গান গাইতে থাকেন তাঁর সঙ্গীরাও। আকাশ সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করে। যা নিয়ে সরগরম মেঘালয়ের রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। তিনি বলেন, দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কিন্তু আকাশ জেনেশুনে কেন এই ঘটনা ঘটালেন? অনেকের ধারনা সোশ্যাল মিডিয়ায় দ্রতু জনপ্রিয়তা পেতেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন আকাশ। বিষয়টির তদন্ত শুরু করেছে মেঘালয়ের পুলিশ-প্রশাসন।