বিজেপির প্রার্থী হতে পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাইয়ের

হায়দরাবাদ, ১৮ মার্চ– সোমবারও তেলেঙ্গানায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে দুটি এবং কর্ণাটকের একটি লোকসভা আসনে তাঁর জনসভা করার কথা৷ তার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র পাঠালেন তামিলনাড়ুর রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন৷ শুধু তেলেঙ্গানা নয়, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদও ছেড়েছেন তিনি৷ তামিলিসাইয়ের এই পদত্যাগ পত্র অবশ্য কোন কোন্দলের ফল নয়, জানা গিয়েছে বিজেপির টিকিটে লোকসভায় নির্বাচনে অংশ নিতেই তাঁর এই সিদ্ধান্ত৷

গত মাসে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে তিন বছর পূর্ণ করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন বিজেপি টিকিট দিলে তিনি পুদুচেরি আসন থেকে লড়াই করতে চান৷ মনে করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছেন তামিলিসাই৷ পেশায় চিকিৎসক তামিলিসাই তামিলনাড়ু রাজ্যপালের দায়িত্ব পাওয়ার আগে বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন৷ রাজ্যপাল হওয়ার পর তাঁর সঙ্গে একাধিক ঘটনায় আগের ভিআরএস সরকারের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে ঝামেলা লেগেই থাকত৷

কারণ হিসেবে চন্দ্রশেখর বহুবার অভিযোগ করেছেড় তামিলসাই তেলেঙ্গানায় একেবারে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করতেন৷ যেমনটা দেখা গিয়েছে বাংলায় একদা রাজ্যপাল জগদীপ ধনকডে়র সঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে আদায়-কাচকলার সম্পর্ক৷ ঠিক তেমনটাই দেখা গেছে তামিলসাই এবং তেলেঙ্গানা সরকারের মধ্যে৷ একসময় বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা, বিধানসভার অধিবেশন ডাকতে গডি়মসি সহ একাধিক ঘটনায় আগের ভিআরএস সরকারের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে রাজ্যপালের মুখ দেখাদেখি বন্ধ ছিল৷


রবিবার রাতে তেলেঙ্গানার বাসভবনে ছিলেন প্রধানমন্ত্রী৷ সোমবার থেকে কংগ্রেসশাসিত রাজ্যটিতে জোরকদমে প্রচার শুরু করেছেন মোদি৷ তার মধ্যেই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই৷ গত নভেম্বরে মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি৷ তাঁর সঙ্গে রাজ্যপালের এখনও পর্যন্ত সংঘাতের ঘটনা ঘটেনি৷