• facebook
  • twitter
Sunday, 22 September, 2024

তেলেঙ্গানা এনকাউন্টার : অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন

তেলেঙ্গানায় এনকাউন্টারের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করল সুপ্রিম কোর্ট।

এনকাউন্টারের ঘটনাস্থলে সাইবেরাবাদ পুলিশ। (File Photo: IANS)

তেলেঙ্গানায় এনকাউন্টারের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়েছে, তদন্ত করবে তিন সদস্যের কমিশন। যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকর। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনও আদালত বা কোনও কর্তৃপক্ষ এই এনকাউন্টারের তদন্ত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার তেলেঙ্গানার এনকাউন্টারে তদন্ত কমিশন গঠন করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, সিরপুরকরের নেতৃত্বে সেই কমিশনে থাকবেন বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রেখা ও সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা কার্তিকেয়ন। ৬ মাসের মধ্যে তদন্তের রিপাের্ট সুপ্রিম কোর্টে পেশ করতে হবে কমিশনকে। পাশাপাশি, আদালত এও জানিয়ে দিয়েছে যে, আপাতত অন্য কোনও সংস্থা ওই ঘটনার তদন্ত করতে পারবে না। তার অর্থ তেলেঙ্গানা সরকার এনকাউন্টারের তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল, তারা আপাতত তদন্তের কাজ বন্ধ রাখবে। একই কথা প্রযােজ্য জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও। তারাও পৃথকভাবে নিজেরা তদন্ত শুরু করেছিল এই ঘটনায়।

সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ নাজির ও সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, তেলেঙ্গানায় পশু চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চার জনের এনকাউন্টারে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা বলছি না যে পুলিশ দোষী। আমরা জানি না। আমরা তদন্তের নির্দেশ দিচ্ছি, আপনারা সহযােগিতা করুন। হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার দশদিনের মাথায় সাইবেরাবাদ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত চার জনের। শুক্রবার ভােররাতে নিয়ে যাওয়া হয়েছিল চার অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, তখনই পালানাের চেষ্টা করে অভযুক্তরা। তখনই শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিতে মৃত্যু হয় চার অভিযুক্তেরই।