ভোট দিয়েই জেজস্বীর ঘোষণা তিনশো পার করবে ইন্ডিয়া’

পাটনা, ১ জুন– শনিবার শেষদফা নির্বাচনে বিহারের ৮ আসনে চলছে ভোট গ্রহণ৷ যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আসন পাটনা সাহিব৷ এই আসন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে৷ শনিবার দাদা তেজপ্রতাপকে সঙ্গে নিয়ে পাটনা সাহিব কেন্দ্রে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ কোমরে ব্যাথার কারণে এদিন হুইল চেয়ারে বসে ভোট দেন তিনি৷ সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে বার্তা দিলেন তিনশোর বেশি আসনে এবার জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট৷
তেজস্বীকার আগে এদিন সকালে এই কেন্দ্রে ভোট দিতে যান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী ও কন্যা৷ এর পর ভাই তেজপ্রতাপকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হন তেজস্বী৷ গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে ভোট কেন্দ্রে পৌঁছন তিনি৷ এরপর কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়েই ভোট কেন্দ্রে ঢুকতে দেখা যায় তাঁকে৷ ভোট দানের পর বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, ‘নিশ্চিত থাকুন ইন্ডিয়া জোটই এবার সরকার গঠন করতে চলেছে৷ ৩০০ আসনের বেশি পেতে চলেছে জোট৷’ শুধু তাই নয় বিহারেও এবার বিরোধী শিবির দারুন ফল করতে চলেছে বলে দাবি আরজেডির শীর্ষ নেতার৷
উল্লেখ্য, টানা নির্বাচনী প্রচারের মাঝেই কোমরে গুরুতর চোট পেয়েছিলেন তেজস্বী যাদব৷ তবে কোমরের ব্যাথাকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে লাগাতার নির্বাচনী প্রচার চালান লালুপুত্র৷ এমনকী এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, বিজেপিকে গদিচু্যত না করা পর্যন্ত থামবেন না তিনি৷ ওই অবস্থাতেই বিহার তো বটেই গোটা দেশজুড়ে ২৫১ টি জনসভা করেছেন তেজস্বী৷ ওই অবস্থাতেই এবার হুইল চেয়ারে বসে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে৷
পাশাপাশি এদিন ভোট দানের পর তেজপ্রতাপ জানান, ‘মোদি যে গ্যারান্টি দিয়েছিলেন সব মিথ্যে প্রমাণ হয়েছে৷ ইন্ডিয়া জোট দেশে সরকার গঠন করতে চলেছে৷’ আরও কয়েক ধাপ এগিয়ে সুর চড়িয়ে লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবী জানান, ‘এবার এনডিএ নয় ৪০০-এর বেশি আসন পাবে ইন্ডিয়া জোট৷’