• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তেজস্বী আমার বন্ধুর ছেলে, তাই কিছু বলছি না, বললেন নীতীশ

আরজেডি বিধায়ক তথা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব শুক্রবার বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

আরজেডি বিধায়ক তথা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব শুক্রবার বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 

একথা শােনার পরই নীতীশ কুমার বলেন, তেজস্বী বাজে কথা বলছে। মিথ্যা কথা বলছে। তিনি কিছু বলছেন না কারণ সে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে, লালুপ্রসাদ তাঁর বন্ধু। তেজস্বীর বাবা আমার ভাইয়ের মতাে। তেজস্বী কী জানে? কে তাঁর বাবাকে পরিষদীয় দলের নেতা করেছিল? 

এক সময় আরজেডি ছিল নীতীশের দল জেডি (ইউ)’য়ের বন্ধু। তখন তেজস্বী ছিলেন উপমুখ্যমন্ত্রী। কে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিল? পরে তাঁর বিরুদ্ধে নানা অভিযােগ উঠল, আমি তাঁর কাছে কৈফিয়ৎ চাইলাম। সে কৈফিয়ৎ না দিয়ে পদত্যাগ করল। 

প্রসঙ্গত এর আগে নীতীশ কুমার নাম না করে লালু প্রসাদ যাদবের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি বলেন, আরজেডি প্রধান ৯ টি সন্তানের পিতা। পুত্র সন্তান পছন্দ করেন। 

এর উত্তরে তেজস্বী বলেন, আশা করি মুখ্যমন্ত্রী জানেন, আমার বাব-মায়ের কনিষ্ঠতম সন্তান ছিল কন্যা। দুটি পুত্র সন্তানের পরে সে জন্মগ্রহণ করে। 

তিনি আরও বলেন, আমরা জানি মুখ্যমন্ত্রীর আরও একটি পুত্রসন্তান রয়েছে। আমরা কি তার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা বিচার করব? পরে যদি কন্যা সন্তান হয়, সেই ভয়েই কি তাঁর আর সন্তান হয়নি।