• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এই প্রথম ভেঙে পড়ল হ্যালের তৈরি তেজস যুদ্ধবিমান

জয়পুর, ১২ মার্চ– মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি তেজস হালকা যুদ্ধ বিমান৷ এই প্রথম দুর্ঘটনার মুখে পড়ল একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি জেটবিমান তেজস যুদ্ধবিমান৷ তবে, প্রশিক্ষণরত আইএএফ পাইলট বিমানটি ভেঙে পড়ার আগেই নিরাপদে বিমানটি থেকে বের হয়ে গিয়েছিলে৷ আইএএফ-এর কর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷

জয়পুর, ১২ মার্চ– মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি তেজস হালকা যুদ্ধ বিমান৷ এই প্রথম দুর্ঘটনার মুখে পড়ল একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি জেটবিমান তেজস যুদ্ধবিমান৷ তবে, প্রশিক্ষণরত আইএএফ পাইলট বিমানটি ভেঙে পড়ার আগেই নিরাপদে বিমানটি থেকে বের হয়ে গিয়েছিলে৷ আইএএফ-এর কর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানটি ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ আইএএফ বলেছে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷