• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ছাত্রছাত্রীর ভুল শুধরে দেওয়ার জন্য শিক্ষকের শাসন অপরাধ হতে পারে না: হাইকোর্টর্‌

ভোপাল, ৩০ জানুয়ারি– শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল৷ সেই এফআইআর শুধু খারিজ করেনি উত্তরপ্রদেশ উচ্চ আদালত, তার সঙ্গে আদালতের নির্দেশ৷ আদালতের পর্যবেক্ষণ, ছাত্রছাত্রীকে বকাবকি করতেই পারেন শিক্ষক৷ তা কোনও অপরাধ নয়৷ তা কখনওই কোনও ছাত্রছাত্রীর মৃতু্যর কারণ হতে পারে না৷ মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি আনন্দ পাঠকের পর্যবেক্ষণ, শিক্ষকের কাজ ছাত্রছাত্রীকে মানুষের মতো

ভোপাল, ৩০ জানুয়ারি– শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল৷ সেই এফআইআর শুধু খারিজ করেনি উত্তরপ্রদেশ উচ্চ আদালত, তার সঙ্গে আদালতের নির্দেশ৷ আদালতের পর্যবেক্ষণ, ছাত্রছাত্রীকে বকাবকি করতেই পারেন শিক্ষক৷ তা কোনও অপরাধ নয়৷ তা কখনওই কোনও ছাত্রছাত্রীর মৃতু্যর কারণ হতে পারে না৷

মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি আনন্দ পাঠকের পর্যবেক্ষণ, শিক্ষকের কাজ ছাত্রছাত্রীকে মানুষের মতো মানুষ করে গডে় তোলা৷ তার জন্য শাসন করতে হয়৷ প্রয়োজনে বকাঝকাও করে থাকেন শিক্ষকেরা৷ তা ওই ছাত্র বা ছাত্রীর ভুল শুধরে দেওয়ার জন্যই৷ একে অপরাধ বলা যাবে না৷

গোয়ালিয়রের তেকানপুর এলাকার বিবেকানন্দ হাই স্কুলের ঘটনা৷ ওই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্র কিছু দিন আগে আত্মহত্যা করে৷ অভিযোগ, স্কুলে ছাত্রটিকে বকাবকি করা হয়েছিল৷ তাতেই অপমানিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ছাত্রটি৷ পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র আরও দুই বন্ধুর সঙ্গে মিলে স্কুলের শৌচাগারে বাজি ফাটাচ্ছিল৷ ধরা পডে় যাওয়ায় প্রধানশিক্ষক তাদের বকাবকি করেন৷ উপপ্রধান শিক্ষক তাদের অভিভাবকের সঙ্গে কথা বলেন৷ অভিযোগ, এতেই ছাত্রের উপর মানসিক চাপ পডে়৷ বাডি় ফিরে সে গলায় দডি় দেয়৷ এর পরে ওই স্কুলের প্রধানশিক্ষক, উপপ্রধান শিক্ষক এবং আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়৷ তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে৷ এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন শিক্ষকেরা৷ শিক্ষকদের তরফে আইনজীবী আদালতে জানান, ছাত্রদের বকাঝকা করা হয়েছিল তাদের ভালর জন্যই৷ তা ছাড়া, ওই ছাত্র যা করেছিল, তাতে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ ফলে স্কুলের সম্পত্তি নষ্ট করলে শিক্ষক ছাত্রকে বকতেই পারেন৷ ছাত্রের গায়ে হাত তোলা হয়নি বলেও জানান আইনজীবী৷ আদালতের পর্যবেক্ষণ, ছাত্রছাত্রীকে স্কুলে শুধু প্রথাগত পাঠ পড়ালেই হবে না৷ তাদের সুনাগরিক হিসাবে গডে় তোলাও স্কুলের দায়িত্ব৷ ছাত্র বা ছাত্রী যদি কোনও ভুল করে, তা শুধরে দেওয়ার জন্য শাসন করাও তাই অপরাধ হতে পারে না৷