• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জামশেদপুরকে টেক্কা দেবে রতন টাটারই নতুন শহর 

ভুলে যাবেন জামশেদপুরকে। নিজের সৃষ্টিকেই টপকে যেতে চলেছে টাটা। ঝাড়খন্ডের জামশেদপুর বা টাটা নাগরীকে পেছনে ফেলে এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছে টাটা। জামশেদজী টাটা হাতে গড়েছিলেন এই শহরকে। ছকছকে রাস্তা থেকে জলের ব্যবস্থা, স্কুল, কলেজ- সবই তৈরি করেছিল টাটা সংস্থা। এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছেন রতন টাটা। শোনা যাচ্ছে যে জামশেদপুরের মতোই নতুন

টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। (File Photo: AFP/Indranil MUKHERJEE)

ভুলে যাবেন জামশেদপুরকে। নিজের সৃষ্টিকেই টপকে যেতে চলেছে টাটা। ঝাড়খন্ডের জামশেদপুর বা টাটা নাগরীকে পেছনে ফেলে এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছে টাটা। জামশেদজী টাটা হাতে গড়েছিলেন এই শহরকে। ছকছকে রাস্তা থেকে জলের ব্যবস্থা, স্কুল, কলেজ- সবই তৈরি করেছিল টাটা সংস্থা। এবার দ্বিতীয় টাটা নগরী গড়তে চলেছেন রতন টাটা।

শোনা যাচ্ছে যে জামশেদপুরের মতোই নতুন শহর তৈরি করতে চলেছেন রতন টাটা। এই শহরে এমনই সব সুবিধা থাকবে যা জামশেদপুরকেও পিছনে ফেলে দেবে।

জানা গিয়েছে, তামিলনাড়ুতে একটি নতুন শহর প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে টাটা সংস্থা। সেখানে সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। এই শহর জামশেদপুরের থেকেও বেশি আধুনিক হতে পারে।

২০২০ সালে হসুরের কাছে থিমজেপল্লী গ্রামে টাটা ইলেকট্রনিক্স একটি প্ল্যান্ট তৈরি করে। মূলত অ্যাপেলের আইফোন তৈরির কাজ হয় এই প্ল্যান্টে। ২০ হাজার কর্মী কাজ করেন এই কারখানায়। জানা গিয়েছে, তামিলনাড়ু সরকারের সহযোগিতাতেই টাটা প্ল্যান্টে কর্মরতদের জন্য বাড়ি তৈরি করা হবে।

এর জন্য টাটা গ্রুপ ৫০৮ কোটি টাকা খরচ করবে বলেই জানা গিয়েছে। ১৪টি ব্লকে মোট ৩০০০ ফ্ল্যাট তৈরি করা হবে।