• facebook
  • twitter
Monday, 7 April, 2025

কোভিডে আক্রান্ত তসলিমা

করােনায় আক্রান্ত হলেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।লেখিকা সােস্যাল মিডিয়ায় এখবর জানিয়েছেন। সংক্রমণ এড়ানাের জন্য তিনি যাবতীয় সতর্কতা অবলম্বন করেছিলেন।

তসলিমা নাসরিন (Photo: IANS)

করােনায় আক্রান্ত হলেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।লেখিকা নিজেই সােস্যাল মিডিয়ায় এখবর জানিয়েছেন। সংক্রমণ এড়ানাের জন্য তিনি যাবতীয় সতর্কতা অবলম্বন করেছিলেন। তাও কিভাবে তিনি আক্রান্ত হলেন বুঝে উঠতে পারছেন না এই লেখিকা।

ফেসবুকে তুলসিমা লেখেন, গতবছরের মার্চ মাস থেকে ঘরে একা রয়েছি। একখানা ইন্ডাের ক্যাট সঙ্গী। কোথাও এক পা বেরােলাম না কাউকে ঘরে ঢুকতেও দিলাম না। রান্না বান্না বাসন মাজা কাপড় কাঁচা সব একাই করলাম। তাতেও কিছু লাভ হল না। সেই কোভিড হল।

উল্লেখ্য, মাস দুয়েক আগে তিনি টিকার প্রথম ডােজ নিয়েছিলেন। ওই দিনই এক ঘন্টার জন্য তিনি বাইরে বেরিয়ে ছিলেন। তার পরেও কিভাবে তিনি আক্রান্ত হলেন তা বুঝে উঠতে পারছেন না এই লেখিকা।

News Hub