• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তামিলনাড়ুতে ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তীব্র বিরোধ, আটকে মন্ত্রীর শপথ

চেন্নাই, ১৮ মার্চ– বাংলা এবং তামিলনাড়ু এই এক বিষয়ে যেন এক হয়ে গিয়েছে৷ ফের রাজ্যপাল এন রবির সঙ্গে বিরোধ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের৷ তাদের এই বিরোধে থমকে গিয়েছে মন্ত্রীর শপথ৷ দক্ষিণেই ওই রাজ্যে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ নজির সৃষ্টির অবস্থায় পেঁৗছেছে৷ রাজ্যপালের একাধিক পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে৷ তার সাম্প্রতিক উদাহরণ মন্ত্রীর শপথ আটকে যাওয়া৷

চেন্নাই, ১৮ মার্চ– বাংলা এবং তামিলনাড়ু এই এক বিষয়ে যেন এক হয়ে গিয়েছে৷ ফের রাজ্যপাল এন রবির সঙ্গে বিরোধ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের৷ তাদের এই বিরোধে থমকে গিয়েছে মন্ত্রীর শপথ৷
দক্ষিণেই ওই রাজ্যে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ নজির সৃষ্টির অবস্থায় পেঁৗছেছে৷ রাজ্যপালের একাধিক পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে৷ তার সাম্প্রতিক উদাহরণ মন্ত্রীর শপথ আটকে যাওয়া৷ ডিএমকে-র এক বিধায়কের মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠের অনুষ্ঠান আয়োজনে মুখ্যমন্ত্রীর আর্জি প্রত্যাখ্যান করেছেন রাজ্যপাল রবি৷ ফলে মন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারছেন না প্রবীণ ডিএমকে নেতা কে পানমুডি৷ এরআগে রাজ্যপাল-রাজ্য সংঘাতের ফলেই আটকে যায় বিধানসভায় পাশ হওয়া বিল৷
মন্ত্রীর শপথ অনুষ্ঠানের আয়োজন করতে রাজ্যপালকে চিঠি পাঠান৷ জবাবি চিঠিতে রাজ্যপাল বলেছেন, সুপ্রিম কোর্ট পানমুডির সাজার উপর স্থগিতাদেশ জারি করেছে৷ কিন্ত্ত শীর্ষ আদালত অভিযুক্ত মন্ত্রীকে নির্দোষ বলেনি৷ তাই তাঁকে মন্ত্রী করা যাবে না৷ রাজ্যপালের এই অবস্থান নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের অনেকেই বিস্মিত৷ তাদের বক্তব্য, বিচারাধীন মামলায় কেউ জামিনে মুক্ত থাকলে তাঁকে কোনও অবস্থাতেই মন্ত্রী হতে বাধা দেওয়ার সুযোগ নেই৷ কেউ বিধায়ক থাকতে পারলে মন্ত্রীও হতে পারেন৷
তামিলনাড়ু সরকার ও রাজ্যপালের এই সংঘাতে মধ্যস্ততা করতে হয় সুপ্রিম কোর্টকেও৷ তামিলনাড়ুর একটি মামলায় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এমনকী রাজ্যপাল রবিকে তাঁর সাংবিধানিক সীমাও স্মরণ করিয়ে দিয়েছেন৷ কিন্ত্ত বিরোধ মেটার কোনও লক্ষণ নেই৷ সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পরও রাজ্যপাল বাজেট অধিবেশনের দিন বিধানসভায় গিয়েও ভাষণ পাঠ না করেই নজরিবিহীনভাবে ওয়াকআউট করেন৷ এবারের বিরোধের সূত্রপাত প্রাক্তন মন্ত্রী পানমুডির বিরুদ্ধে থাকা মামলা নিয়ে৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় নিম্ন আদালত পানমুডিকে ক্লিনচিট দিলেও মাদ্রাজ হাই কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাবাসের সাজা দেয়৷ ফলে তাঁর মন্ত্রিত্ব চলে যায়৷ খারিজ হয়ে যায় বিধানসভার সদস্যপদ৷ কিন্ত্ত গত মাসে সুপ্রিম কোর্ট তাঁর সাজার উপর স্থগিতাদেশ জারি করে৷ ফলে তিনি বিধায়ক পদ ফিরে পান৷ মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবার পানমুডিকে তাঁর শিক্ষা ও খনি দফতরের মন্ত্রী করে ফিরিয়ে আনতে চান৷