মধ্যপ্রদেশের মহিলা পুলিশ অফিসার নিজের ছোট সন্তানকে বুকে আগলেই তাঁকে দেখা গিয়েছে কাজে ঝাঁপিয়ে পড়তে। তার এই কর্মনিষ্ঠা দেখে মুগ্ধ খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান l
অথচ কাজের চাপের মধ্যেও তিনি ভোলেননি সন্তানের প্রতি তাঁর দায়িত্ব। একই সঙ্গে মা ও কর্মক্ষেত্রের দায়ভার সামলে নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি।
জানা গিয়েছে, এই মহিলা অফিসারের নাম মণিকা সিং। তিনি মধ্যপ্রদেশের ধর জেলায় ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী শিবরাজের চপার যে হেলিপ্যাটে নেমেছিল সেটির দায়িত্বে ছিলেন তিনি। কাছ থেকে মনিকার নিষ্ঠা ও দায়িত্ববোধ দেখে চমকে গিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা।
গত মঙ্গলবার দু’দিনের সফরে জোবাত বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে আসেন শিবরাজ। তিনি যে চপারে এসেছিলেন সেটি নামার কথা ছিল এলাকার এক হেলিপ্যাডে। সেখানকার নিরাপত্তার দায়িত্বে মণিকা। নিজের টুইটারে তেনি মনিকার ছবি শেয়ার করেছেন।
শিবরাজ লিখেছেন, ‘আলিরাজপুর সফলে আমি ডিএসপি মনিকা সিংকে দেখি। উনি নিজের দেড় বছরের মেয়েকে বেবি ক্যারিয়ার ব্যাগে নিয়ে ডিউটি করছিলেন। নিজের কর্তব্যের ওঁর সমৰ্পণ অভিনন্দনযোগ্য মধ্যপ্রদেশ আপনার জন্য গর্বিত। আমি ওঁকে আমার শুভকামনা জানাচ্ছি ও শিশুটিকে আশীর্বাদ করছি।’
শিবরাজের শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে আদর করছেন। পিটিআইকে নিজের কথা বলতে গিয়ে মনিকা জানিয়েছেন, ‘আমি মা হিসেবে আমার কর্তব্য পালন করতে চাই। সেই সঙ্গে পুলিশ অফিসার হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে চাই আমি।’
তার এহেন দায়িত্ববোধ দেখে বিস্মিত নেটিজেনরা। ছবিগুলি দেখে মনিকা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তারা। সেই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের নিন্দাতেও সরব হয়েছেন অনেকে।
তাঁদের অভিযোগ, কেন ওইরকম গরমে একজন মহিলা অফিসারকে তার শিশুকে নিয়ে ওই হেলিপ্যাডে ডিউটি করতে পাঠানো হল?