কলকাতা:- একঘেয়েমি জীবন থেকে বেড়িয়ে সপ্তাহান্তে ২ একদিনের জন্য বেড়িয়ে আসতে পারেন কলকাতার কাছেই বীরভানপুরে। একেবারে দামোদর নদীর পাড়ে এই জায়গাটি। নদীর হাওয়া খেতে খেতে সপ্তাহান্তের কিছুটা সময় বেশ নিরিবিলিতে কাটিয়ে দিতে পারবেন।কলকাতার কাছেই রয়েছে এই অফবিট ট্যুরিস্ট স্পট। দামোদর নদীর পাড়ে বীরভানপুরের সৌন্দর্য তো মুগ্ধ করবেই, তার সঙ্গে মুগ্ধ করবে সূর্যমন্দির, টেরাকোটার কাজের অসংখ্য মন্দিরও। এছাড়াও রয়েছে দুর্গামন্দির, কাঞ্চনেশ্বর শিবমন্দির, রামেশ্বর শিবমন্দির। হরিদ্বার, হৃষিকেশ, বারাণসীর মতো এই দামোদর নদীতেও গঙ্গা আরতি দেখতে পাবেন। দামোদরের পাড়ে সূর্যাস্ত দেখার পর আরতি দেখে ফিরে আসুন হোটেলে। এখান থেকে অনেক কিছু বেড়ানোর জায়গা রয়েছে। ইছাই ঘোষের দেউল, গড়জঙ্গল। শাল-পিয়ালের জঙ্গলের মধ্যদিয়ে পৌঁছে যান গড়জঙ্গলে শ্যামামন্দিরে। সেখানে দেবী দুর্গা পুজিত হন শ্যামা রূপে। সেখানেই রয়েছে দুর্গার আদি মন্দির। যেখানে দেবী চৌধুরানী নিজে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। কলকাতা থেকে ট্রেনে বা বাসে দুর্গাপুর। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বীরভানপুরে। অটো-টোটো-রিকশাও যায়। দুর্গাপুর থেকে বীরভানপুরের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। কলকাতা থেকে সরাসরি গাড়িতেও আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব হবে ১৮০ কিলোমিটার। এখানে অনেক হোম স্টেও রয়েছে।