মুম্বাই, ৭ ফেব্রুয়ারি – মুম্বই উপকূলে ফের নজরে এল সন্দেহজনক নৌকো। পুলিশ সূত্রে খবর, ‘আবদুল্লা শরিফ’ নামের নৌকোটি কুয়েত থেকে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছয়। মুম্বাই পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁরা একটি নৌকো আটক করেছেন। নৌকোর ৩ আরোহীকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে মামলা রুজু হয়েছে। আরোহীরা প্রত্যেকেই তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বাসিন্দা। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই নৌকো থেকে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।