• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

অযোধ্যায় সূর্যতিলকে অভিষেক রামলালার

রবিবার অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে পালিত হল রামনবমী। এদিন বেলা ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ে রামলালার কপালে।

রামনবমীর দিন সূর্যতিলকে অভিষেক হল রামলালার। রবিবার অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে পালিত হল রামনবমী। এদিন বেলা ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ে রামলালার কপালে। প্রায় ৬ মিনিট ধরে বালক রামের তিলক আঁকেন সূর্যদেব। একটি বিশেষ যন্ত্রের সাহায্যে পুরো বিষয়টি সম্ভব হয়েছে। রাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ৫.৮ সেন্টিমিটার আলোর রশ্মি বিগ্রহের কপালে বিচ্ছুরিত হওয়ার ঘটনাকেই ‘সূর্যতিলক’ হিসাবে আখ্যা দেওয়া হয়। গত বছর রাম নবমীর দিন অযোধ্যার মন্দিরে এই দৃশ্যের সাক্ষী ছিলেন পুণ্যার্থীরা।

রবিবার সকাল থেকেই অযোধ্যার রামমন্দিরে ভিড় উপচে পড়ে। রামনবমী উপলক্ষে বিশেষ পুজোর মাধ্যমে অভিষেক করা হয় রামলালার। হনুমান চালিসা পাঠ করা হয়। এই পুরো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ। অযোধ্যা সহ অনেক শহরে বড় এলইডি স্ক্রিন বসিয়ে এই সূর্ষতিলকের সরাসরি সম্প্রচার করা হয়েছে। রামনবমী উপলক্ষে তীরে জ্বলে ওঠে লক্ষ দীপ।

প্রসঙ্গত, ১০ জন বিজ্ঞানী মিলে রাম মন্দিরের ‘সূর্যতিলক’-এর কাজে ব্যবহৃত যন্ত্রটি তৈরি করেছেন। আয়না এবং লেন্স ব্যবহার করে সেই যন্ত্র মন্দিরের মাথায় এমন ভাবে বসানো হয়েছে, যাতে সূর্যের আলো একাধিক আয়নায় বিচ্ছুরিত হতে হতে তা সরাসরি ‘রামলালা’র বিগ্রহের কপালে এসে পড়ে। সূর্যরশ্মি যাতে সরাসরি ‘রামলালা’র কপালে এসে না লাগে, তার জন্য ফিল্টার লাগানো হয়েছে। পাইপ-সহ যন্ত্রের অন্যান্য অংশ তৈরি হয়েছে পিতল দিয়ে।