চাই না মন্ত্রিত্ব, শপথ মিটতেই বিদ্রোহের সুরে বিজেপি সাংসদ সুরেশ গোপী  

দিল্লি, ১০ জুন– গঠনের আগেই কি ভাঙণের সুর৷ সবে একদিন আগে রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ পর্ব মিটেছে এনডিএর তৃতীয় সরকারের৷ সব মিলিয়ে ৭২ জন শপথ নেন এদিন৷ তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী৷ ৩৬ জন প্রতিমন্ত্রী৷ বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত৷আর তার পরই খারাপ খবর বিজেপির জন্য৷ যেখানে মন্ত্রিত্ব পেতে মরিয়া হয়ে রয়েছেন বিভিন্ন দলের সাংসদরা৷ সেখানে শপথ নিয়েই মন্ত্রিত্ব ছাড়তে চাইছেন বিজেপি সাংসদ সুরেশ গোপী৷ কেরলের গেরুয়া নেতা বলছেন, তাঁর এই পদ চাই না৷ তিনি একজন সাংসদ হিসেবে ত্রিচূরের মানুষদের জন্য কাজ করতে চান৷
সুরেশ গোপীকে বলতে শোনা গিয়েছে, ‘আমার লক্ষ্যই সাংসদ হিসেবে কাজ করা৷ আমি কিছুই চাইনি৷ আমি বলেছি আমার পদ চাই না৷ শিগগিরি এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হবে আমাকে৷ ত্রিচূডে়র ভোটারদের কোনও সমস্যা হবে না৷ তাঁরা জানেন আমি একজন সাংসদ হিসেবে ওঁদের জন্যই কাজ করব৷ আমাকে আমার ছবির কাজও করতে হবে৷’
প্রসঙ্গত, ৬৫ বছরের সুরেশ একজন অভিনেতা, টিভি সঞ্চালক ও প্লেব্যাক গায়কও৷ কেরল থেকে মাত্র দুজন বিজেপি সাংসদ জায়গা করে নিয়েছেন মোদির ক্যাবিনেটে৷ তাঁদের অন্যতম সুরেশ৷ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সুনীল কুমারকে ৭৪ হাজার ভোটে হারিয়েছেন তিনি৷ ওয়াকিবহাল মহলের ধারণা, মন্ত্রী হলে যে বাড়তি দায়িত্ব নিতে হবে তা সামলাতে হলে অভিনয় জগৎ থেকে দূরে সরে যেতে হবে সুরেশকে৷ কিন্ত্ত তা চান না৷ তাই শপথ নেওয়ার পরই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, তিনি কেবল সাংসদই থাকতে চান৷